নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় বাবুবাজার সেতু এলাকা থেকে মো. সালেক ওরফে আবু সালেক (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহার করে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।