নাটোরে বাজার তদারকি কার্যক্রম

রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ১৪ অক্টোবর ২০২০ তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামসুল আলম এর নেতৃত্বে নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম বাজার ও জামতৈল বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৬ ধারা মোতাবেক ০৩ (তিন) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত তদারকি কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও নায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন