নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে তিতাস গ্যাস লিমিটেড, নারায়ণগঞ্জ অফিসে সোমবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের বিষয়ে তথ্যাবলি সংগ্রহ করে। তিতাস গ্যাসের দায়িত্বশীল কর্তৃপক্ষ দুদক টিমকে জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযানের তৎপরতা বাড়ানো হবে এবং সময়ে সময়ে সে বিষয়ে কমিশনকে অবহিত করা হবে মর্মে দুদক টিমকে আশ্বস্ত করা হয়। অভিযোগস্থলে উপস্থিত সাধারণত জনগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।
নেত্রকোনায় উপজেলা প্রকৌশলী কর্তৃক রাস্তার উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা কার্যালয় হতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম অভিযোগস্থল নাজিরপুর ইউনিয়নের হরিপুর বাজার হতে আনন্দপুর বাজার রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করে। সংশ্লিষ্ট দপ্তর হতে উল্লিখিত নির্মাণের কার্যাদেশ ও বাস্তবায়ন সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে অভিযান পরিচালনাকারী টিম। সংগৃহীত তথ্যাবলি যাচাইপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক হটলাইনে আগত অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ৪ জেলা প্রশাসক বরাবর দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।