বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : ওজন যন্ত্রের পরিমাপে কম প্রদান এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় বুধবার এ অভিযান পরিচালিত হয়।
৪টি মামলায় অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠান মেসার্স সিমেন্ট সেন্টার ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স বারিক ব্রাদার্স ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স ফাহাদ স্টীল এজেন্সী ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা এবং মেসার্স রিয়াদ এজেন্সী-কে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, সর্বমোট ৮০,০০০/- (আশি হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান এবং পরিদর্শক মোঃ জাহিদ হাসান অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন