নিজস্ব প্রতিনিধি : পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
রোববার ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং সেন্টার জ্বালানি তেল পরিমাপে ৪টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১১০ মি:লি:, ১৩০ মি:লি:, ১০০ মি:লি:, ১০০ মি:লি: এবং ২ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০ মি:লি:, ৯০ মি:লি: কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে মো: মাছুদুল হক, পরিদর্শক অংশগ্রহণ করেন।