নিজস্ব প্রতিনিধি : গত ১৫ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:০০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দলটি ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় করোনা কালিন সময়ে সরকার নির্ধারিত পন্য ব্যতিত পন্য বিক্রি করার অপরাধে ০২টি শোরুমকে ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা জরিমানা করেন ও করোনা কালিন সময়ে মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে মোট নগদ- ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।