নিজস্ব প্রতিনিধি : বুধবার মোঃ বিল্লাল হোসেন (২৩), পিতাঃ মোঃ হাফিজ, স্থায়ী ও বর্তমান ঠিকানাঃ সস্তাপুর শিবু মার্কেট, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ এবং ২.মোঃ সবুজ @ সজীব (৩১), পিতাঃ মোঃ সহিদ আলি, বর্তমান ও স্থায়ী ঠিকানাঃশিবু মার্কেট, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ কে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক হতে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর মতিঝিল সার্কেলের পরিদর্শক মোঃ সুমনুর রহমান।