মামুন মোল্লা ( খুলনা) : গত মংলবার ২৭ এপ্রিল ২০২১ তারিখ বিকাল আনুমানিক ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে খালিশপুর থানাধীন জোড়াগেট কাঁচা বাজারস্থ ইদ্রিসের ওয়ার্কসপের পাশে ইটের সলিং এর উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ আবু জাফর শিকদার(৪৮), পিতা-মৃত: সাহেব আলী শিকদার, সাং-বর্ণিবাসুরে, থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-জোড়াগেট কাঁচা বাজারের পিছনে, থানা-খালিশপুর কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের অপর একটি দল একই দিনে মাদক বিরোধী অভিযানে তারিখ আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় খালিশপুর থানাধীন নয়াবাটি মুন্সিবাড়ী ক্রস রোড, শাহাদাত ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ২) প্রসেনজিৎ মন্ডল(২৭), পিতা-প্রমথ রঞ্জন মন্ডল, সাং-কাগদি, থানা-তেরখাদা, জেলা-খুলনা; ৩) মোঃ আমিরুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আনসার গাজী, সাং-বড়দল দক্ষিণপাড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-হাজী মহসিন রোড, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদ্বয় কে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ২) প্রসেনজিৎ মন্ডল(২৭) এবং ৩) মোঃ আমিরুল ইসলাম(৩৫) দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে উক্ত ঘটনার ধারাবাহিকতায় ২০:০০ ঘটিকার সময় অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন বয়রা কেডিএ আবাসিক এলাকা, রোড নং-০১, জনৈক শহিদুল ইসলাম এর “সাঁঝের মায়া” বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ৪) মোঃ মামুনুর রশিদ(৩৫), পিতা-ইসহাক মন্ডল, সাং-সেকেন্দারপুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, এ/পি সাং-রায়েরমহল, খ্রিষ্টানপাড়া, থানা- আড়ংঘাটা, মহানগরী কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে সর্বমোট ৭০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।