বেতন না দিয়েই আউট সোর্সিংদের চাকুরী হতে অব্যাহতি

সারাদেশ স্বাস্থ্য

মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষন
কিশোরগঞ্জে করোনায় মানবেতর জীবন যাপন

 

নিজস্ব প্রতিনিধি : করোনার এই কঠিন সময়ে ১ বছরের বেতন ভাতা না দিয়েই আউট সোর্সিং অফিস সহায়কদের চাকুরী হতে অব্যবহিত দিলো কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মা বিজনেস সেন্টার কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন

কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে কর্মরত আউট সোরসিং অফিস সহায়কদের একটি সুত্রে জানা যায়, আউটসোর্সিং মারফত কিশোরগঞ্জের ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জন কর্মী বিভিন্ন পদে ২০১৮-২০১৯ইং অর্থ বছরের ১০-০৪-২০১৯ইং তারিখে নিয়োগ প্রাপ্ত হয়। এই ৪৯ জন কর্মী গত ১৩ মাস যাবত তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রম এর সাথে কাজ করে আসছে।


বিজ্ঞাপন

কিন্তু মাস শেষে পায়নি তাদের পারিশ্রমিক সহ অন্যান্য সুযোগ সুবিধাও । তাতেও তারা থেমে নেই বর্তমানে কোভিড-১৯ মহামারির সময়েও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যেই সরকারি ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীর পাশাপাশি সরকারের অবহেলিত এই আউটসোর্সিং এর কর্মীরাও কোভিড-১৯ সেবায় নিয়োজিত আছে।


বিজ্ঞাপন

এই কোভিড-১৯ সেবায় নিয়োজিত থাকা অবস্থায় আউটসোর্সিং এর একজন কর্মীও (অফিস সহায়ক) কোভিড-১৯ আক্রান্ত হয়। উক্ত ২০১৮-২০১৯ইং অর্থ বছরের নিয়োগের মেয়াদ শেষ হয় ১০-০৪-২০২০ইং তারিখে।

কিন্তু মেয়াদ শেষ হওয়ার তিন দিন পূর্বেই এক বছরের আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা না দিয়ে আউটসোর্সিং এর ১২জন অফিস সহায়ক প্রত্যাহার করেছে। এই ১২জন আউটসোর্সিং কর্মীর এখন খেয়ে না খেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে এ বিষয়ে ভুক্তভোগীরা স্বাস্থ মন্ত্রণালয় ও স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছেন।