খাওয়ার মসলা দিয়ে তৈরি হচ্ছে হার্টের ব্যথানাশক ক্যাপসুল!

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা বানিজ্য রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইনে ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ টি গোডাউনসহ একটি প্রতিঠানকে সিলগালা করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে জুরাইনে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন

গোডাউনে গিয়ে দেখা যায়, সাধারণত আমরা যেসব মসলা খেয়ে থাকি সেসবই বোতলে ভরে রাখা হয়েছে। এছাড়া এসব সাধারণ জিনিসপত্র দিয়েই হার্টের ব্যথানাশক ক্যাপসুল বানানো হচ্ছে এবং বলা হচ্ছে এসব ওষুধ খেলেই নাকি যেকোনো ব্যথা চলে যাবে। এদিকে এসব ক্যাপসুল একটি প্যাকেটে ভরে রাখা হয়েছে। যার গায়ে কোনোরকম কোনো ব্যাচ নং, ওষুধ তৈরি বা মেয়াদোত্তীর্ণ তারিখ কিছুই নেই।


বিজ্ঞাপন

অথচ এসব ক্যাপসুল খুলে দেখা যায়, কালিজিরার গুড়া ছাড়া আর কিছুই হয়তো নেই। এই কোম্পানির আরো যেসব গোডাউন রয়েছে সেখানেও ভ্রাম্যামাণ আদালত অভিযান চালাবেন বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *