৭,৭৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মিনি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২১ ইং তারিখ ১৬৩০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ ইন্দ্রপোল বাইপাস এর কক্সবাজার হইতে চট্টগ্রাম অভিমুখে হামকনভেশন সেন্টারের বিপরীত পাশের্^ একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মিনি ট্রাকটিকে থামানোর সংকেত দিলে মিনি ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ আবুল কাসেম(২৩), পিতা-মৃত আব্দুল হক, সাং-ছনহারা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- সাং-তুলাতুলি, বাকলিয়া, চট্টগ্রাম মহানগর এবং ২। মোঃ নুরুল আফছার (২৪), পিতা-মোঃ আলমগীর, সাং-জর মির্জাপুর, পোঃ-মল্লিকপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, বর্তমানে সাং-রাজাখালী বেড়িবাঁধ, চাক্তাই, বাকলিয়া থানা, চট্টগ্রাম মহানগরী’দেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ দখলে থাকা মিনি ট্রাকের চালকের সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৭,৭৩০ পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত মিনি ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ড-১১-৮৬৬৩) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৩ লক্ষ টাকা এবং জব্দকৃত মিনি ট্রাকের মূল্য অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন