সরিষাবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালন করেছে। আজ রবিবার (৩০ মে) আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিল, দুস্হদের মাঝে রান্না করা খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ। শোকসভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি চান মিয়া চানু, জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আঃ আওয়াল,, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক ছাইদুল হাসান শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল প্রমুখ।কর্মসূচীতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।


বিজ্ঞাপন