নিজস্ব প্রতিনিধি : ২০১৫ সালে বাংলাদেশ- পাকিস্তানের টি টুয়েন্টি ম্যাচ বাজারের চায়ের দোকানে দেখেছিল শরিফুল।
সেই ম্যাচে অভিষিক্ত মোস্তাফিজ কে দেখে শরিফুলের বাহাতি পেসার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল। মোস্তাফিজ কে আইডল মেনে স্বপ্নযাত্রা শুরু করেছিল শরিফুল।
আজ আইডলের কাছ থেকে ওয়ানডে অভিষিক্ত ক্যাপ পরিধান করার সৌভাগ্য হয়েছে।
এমন ভাগ্য কয় জনেরই হয়!
মোস্তাফিজ-শরিফুল জুটির হাত ধরে লাল সবুজের বাংলাদেশ এগিয়ে যাক বহুদূর।