মো. রফিকুল ইসলাম, নড়াইল : সোমবার নড়াইলে ৭ দিনের লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) মহোদয় বিভিন্ন পদমর্যাদার অফিসারদের লকডাউন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
মাঠ পর্যায়ে থানা ফাঁড়িকে লকডাউন সঠিক ভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার নিজে সরেজমিনে প্রতিটি পুলিশ চেকপোস্ট পরিদর্শন করে দিকনির্দেশনা প্রদান করছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, সহকারী পুলিশ সুপার(প্রফেশনাল) মোঃ সোহানুর রহমান, জেলা বিশেষ শাখা ডিআইও-১ মোঃ মির শফিকুল হক নড়াইল সদর থানার ওসি তদন্ত, ট্রাফিক বিভাগের সকল টিআই সহ অন্যান্য পুলিশ অফিসার।
অপরদিকে দুপুর ১২ টার সময় নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাগণ।