নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সীমান্ত পর্যটন স্পট বারেকটিলা থেকে দুই মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল,উপজেলার পাঠানপাড়া গ্রামের জালাল, হলহলিয়া গ্রামের সাইফুল ইসলাম।

গতকাল ১৭ আগস্ট, রবিবার বিকেলে তিন মাদক কারবারির নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে,তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীরে থাকা সীমান্ত পর্যটন স্পটে মাদক বিক্রয়কালে রবিবার ভোরারাতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশী টহল দল জালাল ও সাইফুলকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃতদের ও পালিয়ে যাওয়া অপর মাদক কারবারিসহ তিন জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
