নিজাম উদ্দিন : র্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর হতে ২০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
মাদক কারবারিদের বিষয় জানতে চাইলে, র্যাবের পক্ষ থেকে জানানো হয় মাদকের বিরুদ্ধে সবসময়ই সজাগ বাংলাদেশ র্যাব বাহিনী। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কতিপয় মাদক কারবারীদের মধ্যে মাদকের একটি বড় চালান হস্তান্তর হবে। এ প্রেক্ষিতে, র্যাব-২ এর আভিযানিক দল ২৩ জুন ২০২১ইং তারিখ ০৭৫৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন আসাদ গেইট সংলগ্ন মিরপুর রোডস্থ নিউ কলোনী মসজিদ মার্কেট রূপালী ব্যাংকের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে মাদক কারবারী চক্রের সদস্যর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আব্দুল্লাহ (৩৫) পিতা-মোঃ জাফর আলম, গ্রামের বাড়ি কক্সবাজার এবং মোঃ মুসা (৩১) পিতা-মৃত জাফর আলম, তার বাড়িও কক্সবাজারে। র্যাব সূত্রে জানা যায়, লরি ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২০,০০০পিস মাদক নামক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্য সহযোগীরা পারস্পরিক যোগশাজসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইয়াবা দেশে নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার এইসব চালানগুলো কৌশলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। সম্প্রতিকালে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশী বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান র্যাব -২ এএসপি ফজলু। তিনি আরো বলেন ভবিষ্যতে র্যাব-২ কর্তৃক এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে সবসময়।