রিয়াজুল হক সাগর, (রংপুর) : সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিনগত রাত আড়াইটার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার লাভলু মিয়া মদামুদন গ্রামের তইবুল খাঁর ছেলে। সোমবার বিকেলে তাকে আদালত কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাভলু মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘লাভলু মিয়াকে সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে রংপুরে মিছিল চলাকালীন সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
