পর্নগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে পরিচালক ও অভিনয় শিল্পী আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ডিএমপির সাইবার অপরাধ তদন্ত বিভাগ পরিচালক সুজন ও মডেল নাদিয়া নামে দুজনকে সাইবার পর্নগ্রাফি ও ব্ল্যাকমেইল এর অভিযোগে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

বেশ কিছু দিন আগে সুজন বড়ুয়া (৪৩) নামের একজন ফিল্ম মেকার উঠতি মডেল নাদিয়া প্রিয়া (২১) কে একজন প্রযোজক এর সাথে পরিচয় করিয়ে দেয়। এই পরিচয়ের প্রেক্ষিতে প্রযোজক ও নাদিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু নাদিয়া কৌশলে প্রযোজক এর গোপন ভিডিও ধারণ করে রাখে। এর মাস খানেক পর থেকে একটি ফেসবুক আইডি থেকে উক্ত ভিডিও দিয়ে ৬০ লাখ টাকা ও ফ্ল্যাট দাবী করে প্রযোজককে ব্ল্যাকমেইল করা শুরু হয়। এহেন অভিযোগের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সিনিয়র এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে একটি দল উক্ত কাজে জড়িত নাদিয়া প্রিয়া ও সুজন বড়ুয়াকে আজ দুপুরে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের কাছে থেকে প্রাপ্ত ডিভাইস এ ব্ল্যাকমেইলকৃত আইডি ও ভিডিও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করে।

এই বিষয়ে ভাটারা থানার মামলা নং ৫, তারিখ ০৩/০৩/২০২১ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৯/৩৫ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/(৩) ধারাতে রজু হয়।