ডিএমপি মানবিকতা ও ভালো কাজের দৃষ্টান্ত 

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার এই একটি লাইন একইসাথে বিস্ময়কর দ্বৈতসত্তায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী এবং মানবতায় হৃদয়সংবেদী এক প্রেমিকের কথা জানান দেয়।


বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জন্মলগ্ন থেকেই এই মহানগরীকে অধিকতর বাসযোগ্য রাখতে সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়তার সাথে অর্পিত দায়িত্ব পালন করছে। বর্তমান ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) এর নির্দেশে ‘দুষ্টের দমনে’ ডিএমপি বরাবরের মতোই শক্ত, কঠিন ও কঠোর।


বিজ্ঞাপন

অপরদিকে ‘শিষ্টের লালনে ও মানবিকতায়’ চরিত্রটি নরম, কোমল ও মোলায়েম।

বর্তমান করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ চলছে।

প্রাণচঞ্চল এই ঢাকা শহর প্রায় থমকে গেছে, দুর্যোগ মেকাবেলা করতে গিয়ে সবার পাশাপাশি আরও বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা।

তাই বিধি-নিষেধ বাস্তবায়নে দায়িত্বপালনের পাশাপাশি একইসাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আজ থেকে মহানগরীর ৫০টি থানা এলাকায় ৫ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ শুরু করেছে ডিএমপি।
টানা ৭ দিনের এই কর্মসূচির প্রথম দিন ছিলো আজ।

বাংলাদেশ পুলিশের ইউনিট হিসেবে ডিএমপি পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় মানবিকতা ও ভালো কাজের সাথে আছে।