প্রীতিলতা চরিত্রে পরীমনি

বিনোদন

বিনোদন প্রতিবেদক : ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ‘লুকে’ হাজির হলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি।


বিজ্ঞাপন

প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় গোলাম রাব্বানী চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।


বিজ্ঞাপন

অগাস্টে এ চলচ্চিত্রের দ্বিতীয় দফায় শুটিংয়ের আগে মঙ্গলবার সন্ধ্যায় পরীমনির লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সোমবার প্রীতিলতার লুক তৈরিতে চরিত্র উপস্থাপন, শিল্প পরিচালনা ও কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন বিপ্লব সাহা। ফটোশুট করেছেন অনিক চন্দ্র।