মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে রোববার (২২ শে আগস্ট)সরকারী বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে আইসিটি বিষয়ে প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডাটাবেজ প্রণয়নের নিমিত্ত প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মুস্তারী ইভা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ প্রমুখ। এতে ১৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আইসিটি বিষয়ে প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় ।