নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে জিন্দাবাহার সিরাজউদ্দৌলা পার্কের সামনে বেলা ১২ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সাবেক সফল সংসদ সদস্য বিএমএ’র সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন আজম,৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রঞ্জন বিশ্বাস, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীসহ থানা, ওয়ার্ড, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুর রহমান পর্বত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর শিকদার।