রামুতে ৪ টি অভিযানে ২০,৫০০০ বার্মিজ ইয়াবাসহ আটক ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন কর্তৃক পৃথক ৪টি অভিযানে ৬,৪২,১২,০০০/- (ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ বার হাজার) টাকা মূল্যমানের ২,০৫,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ৪ জন আসামী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক, এএসসি বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ৩ টার সময় মরিচ্যা যৌথ চেকপোস্টে অবস্থান নেন। অধিনায়ক ভোর রাত ৩ টা থেকে হসকাল ৯ টা পর্যন্ত মরিচ্যা যৌথ চেকপোস্টে অবস্থাকালে পৃথক ৪ টি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ২,০৫,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ৪ জন আসামী আটক হয় ।


বিজ্ঞাপন

১ম অভিযানে একটি ইজিবাইক তল্লাশী করে যাত্রী সিটের মধ্যে এবং ব্যাটারী বক্সের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১,৯৫,০০,০০০/- টাকা মূল্যের ০৭ প্যাকেটে ৬৫,০০০ পিস বার্মিজ ইয়াবা, ০১ টি ইজিবাইকসহ চালক শাহাবুদ্দিন (৩৯), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-নয়াবাজার, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।


বিজ্ঞাপন

২য় অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশীকরে চালকের সিটের পিছন হতে শপিং ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় ০৪ কার্ডে ১,২০,০০,০০০/- টাকা মূল্যের ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ০১ টি মাইক্রোবাসসহ চালক মোঃ আব্দুল করিম (৩২), পিতা-মৃত ওমর মিয়া, গ্রাম-ফুলের ডে, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।

৩য় অভিযানে একটি প্রাইভেট কারের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২,১০,০০,০০০/- টাকা মূল্যের ৭০,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ০১ টি প্রাইভেট কারসহ চালক মোঃ পিয়ার মোহাম্মদ (৩২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, গ্রাম-শিকদারপাড়া, পোস্ট+থানা+জেলা-কক্সবাজারকে আটক করা হয়।

৪র্থ অভিযানে একটি ইজিবাইক তল্লাশী করে যাত্রী সিটের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯০,০০,০০০/- টাকা মূল্যের ০৩ কার্ডে ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ১ টি ইজিবাইকসহ চালক মোঃ ছাদেকুর রহমান (২১), পিতা-মোঃ মাহবুবুর রহমান, গ্রাম-পালংখালী, পোস্ট-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করা হয়।

উল্লেখ্য, আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।