রাজউক কর্তৃক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের বরাদ্দ প্রাপ্তদের মাঝে ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদান সংক্রান্ত লটারি অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ বৃহস্পতিবার  ১৮ সেপ্টেম্বর,  সকাল ১০ টায়  রাজউক অডিটরিয়ামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নং সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের সকল পর্যায়ের বরাদ্দ প্রাপকদের মধ্যে ফ্ল্যাটের আইডি বরাদ্দ সংক্রান্ত ১০ম লটারি ও প্রকল্পের Irregular Cluster Building সমূহে কার পার্কিং আইডি বরাদ্দের নিমিত্ত লটারি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।


বিজ্ঞাপন

রাজউক কর্তৃক আয়োজিত আজকের লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যার এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পর্যায়ের বাছাইকরণ শেষে লটারির ফলাফল প্রকাশিত হয়। এর পূর্বে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে আজ ১৪৩ টি ফ্ল্যাট ও ৫২৪ টি কার পার্কিং আইডি বরাদ্দ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট ৭৯ টি ভবনে ৬৬৩৬ টি ফ্ল্যাট রয়েছে। সমগ্র প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে Sewage Treatment Plant, Rain water harvesting system, Reticulated System এ এল.পি গ্যাস সরবরাহের প্রযুক্তি।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশের প্রেক্ষিতে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর।”
স্বচ্ছ ভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দ প্রাপকরাও সন্তুষ্ট বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন

আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) জনাব শেখ মতিয়ার রহমান, সদস্য (পরিকল্পনা) জনাব গিয়াস উদ্দিন, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাম্মদ বশিরুল হক সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *