বিনোদন প্রতিবেদক : জনপ্রিয়তার বিচারে সাকিব আল হাসানকে টক্কর দিচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে বিতর্কিত নায়িকা।
বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকার তাজ নিঃসন্দেহে উঠবে পরীমনির মাথায়। তবে জানেন কি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার বিচারে পরীমনি এগিয়ে রয়েছেন দেশের বহু নামীদামী ব্যক্তিত্বের তুলনায়।
রূপালি পর্দার এই ‘গ্ল্যামার কুইন’ সম্প্রতি মাদককাণ্ডে প্রায় মাসভর জেলবন্দি ছিলেন। সেই নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা কম হয়নি।
তবে পরীমনির জনপ্রিয়তা যে তাতে এতটুকুও কমেনি তা প্রমাণ করে দিয়েছেন নায়িকার জামিনে মুক্তির সময়ের ছবি।
কাশিমপুরের জেলের বাইরে প্রিয় নায়িকাকে স্বাগত জানাতে কাতারে কাতারে ভিড় জমিয়ে ছিলেন পরীমনি ভক্তরা।
সাকিব এবং পরীমনি-দুই তারকাই নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল তারকা। ফেসবুকে ফলোয়ার সংখ্যার বিচারে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সাকিব আল হাসানের।
এই অলরাউন্ডারের ফ্যান-ফলোয়ার প্রায় প্রায় দেড় কোটি। তবে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পরীমনি।
ফেসবুক ফলোয়ারের দিক থেকে সাকিব আল হাসানের খুব কাছাকাছি চলে এসেছেন ঢালিউডি নায়িকা। মাদককাণ্ডে নাম জড়ানোর পর পরীমনির ফলোয়ার সংখ্যা আরও দ্রুত গতিতে বেড়েছে।
এই মুহূর্তে সাবিকের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৯ লক্ষ ২৩ হাজার ৮৪৭ জন। অন্যদিকে বৃহস্পতিবার (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) পরীমনির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৮৫৯ জন।
চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পরীমনি।
সেই পোস্ট বিদ্যুত গতিতে ভাইরাল হয়। গ্রেফতারির দিন পরীমনির ফেসবুক লাইভ দেখেছে ৪৮ মিলিয়ন নেটিজেন।
পরীমনির জনপ্রিয়তা যে গতিতে এগোচ্ছে, তা খুব শীঘ্রই ফেসবুক ফলোয়ার সংখ্যার বিচারে হয়ত ছাপিয়ে যাবেন অভিনেত্রী।