সিলেটে ৩,১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব – ৯ এর অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন এলাকা হইতে ৩,১১৫ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী- আব্দুল আজিজ (৫৮) গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল সনিবার ১১ সেপ্টেম্বর ১১ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং এএসপি তুহিন রেজা এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন জামডহর সাকিনস্থ জনৈক সোহাগ আহমদ (১৮) এর মুদি দোকানের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক। ইয়াবা= ৩,১১৫ (তিন হাজার একশত পনের) পিস জব্দ পূর্বক ধৃত ব্যক্তি ১। আব্দুল আজিজ (৫৮), পিতা- মৃত বাতির আলী, সাং- জামডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সমূহ সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন