বাশঁখালীতে ১১,৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র বাশঁখালী থানার এসআই (নিঃ) মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনওবার ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় বাশঁখালী থানাধীন পুইছড়িস্থ ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাশঁখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আসামী ১. মোঃ আবদুল্লা (২০)কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

এসআই (নিঃ)মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্স একই তারিখ বিকাল ০৫.৩০ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ আসামী ২. মোসাঃ খোশনারা (৩৫) ও ৩. রুজিনা আক্তার (৩৩) দ্বয়’কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন