নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চট্টগাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজনে এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর সহযোগিতায় শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট এর আজকের প্রথম খেলায় এসএএফ মাঠে সকাল ৯ টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় বনাম এ.এল খান উচ্চ বিদ্যালয় খেলাটি ড্র হয়।
পরবর্তীতে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় বিজয়ী লাভ করে “জ” গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে প্রি- কোয়ার্টার ফাইনালে উন্নীত এবং ঐ গ্রুপে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয়।
দিনের ২য় খেলায় এসএএফ মাঠে বেলা ১১ টায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ৭-১ গোলে কাজেম আলী স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে মোঃ হান্নান হেট্রিক চারটি, রবিউল হোসেন একটি গোল করেন।
দিনের তৃতীয় খেলায় পিওএম মাঠে বেলা ২ টা ৪৫ মিনিটে জে.এম.সেন স্কুল এন্ড কলেজ ৪-০০ গোলে কলেজিয়েট স্কুল কে পরাজিত করে“ছ” গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রি- কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। ঐ গ্রুপের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল রানার্স আপ হয়।
বিজয়ী দলের পক্ষে সাফাতুর দুইটি, দৌদুল ও আঃ কাইয়ুম একটি করে গোল করেন।
দিনের চতুর্থ খেলায় বন্দর হাই স্কুল মাঠে বেলা ১ টা ৩০ মিনিটে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ৫-১ গোলে বারিক মিঞা উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে “ঙ” গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রি- কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
ঐ গ্রুপের রানার্স আপ হয় হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পক্ষে মেহেরাব মাহির হেট্রিক করেন,আবির ও জুনায়েদ একটি করে গোল করেন।
দিনের পঞ্চম খেলায় মনছুরাবাদ পুলিশ লাইন্স মাঠে বেলা ১ টা ৩০ মিনিটে হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় ২-০ গোলে শেরশাহ্ কলোনী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আল তাহসীন, মাহফুজ একটি করে গোল করেন।
দিনের ষষ্ঠ খেলায় মনছুরাবাদ পুলিশ লাইন্স মাঠে বেলা ২ টা ৪৫ মিনিটে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে প্রবর্তক স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে রাকিব ও সাকিব দুইটি, রাসেল ও সাজিদ,একটি করে গোল করেন।
দিনের সপ্তম খেলায় পিওএম মাঠে বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৭-০ গোলে ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে “চ” গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
ঐ গ্রুপের রানার্স আপ মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পক্ষে রিফাত, আঃ লতিফ, এয়াকুব প্রত্যেকে দুইটি করে এবং আরিফ একটি গোল করেন।
দিনের অষ্টম খেলায় বন্দর মাঠে বেলা ২ টা ৪৫ মিনিটে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ে না আসায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ওয়াকওভার পেয়ে জয় লাভ করে।