সুমন হোসেন, যশোর : বুধবার ১৩ অক্টোবর ছিলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার),পিপিএম প্রতিটি থানার বিভিন্ন পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা তদারকি সহ মন্ডপ পরিদর্শন করছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মহোদয়ের সাথে মনিরামপুর ও কেশবপুর থানাধীন বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বলেন, যদি কোন অপশক্তি, কোন সাম্প্রদায়িক গোষ্ঠী নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায়, পুজার পরিবেশকে বিঘ্নিত করতে চায় এবং সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করতে চায় তবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে এবং এই ধরনের কোন অপশক্তির জায়গা যশোরে হবে না।
তিনি আরো বলেন, মানুষ শান্তিতে, নিরাপদে, নির্বিঘ্নে নিজের নাগরিক অধিকার নিয়ে, নিজের অনুভুতি নিয়ে শান্তিতে ঘুমোবে।
কেউ যদি এক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চায় তবে সে মাদকের সাথে থাকুক, অস্ত্রের সাথে থাকুক, চাঁদাবাজের সাথে থাকুক এবং সন্ত্রাসীর সাথে থাকুক তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।