রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নাগরিক ভোগান্তি নিয়ে দীপু ভূঁইয়ার নেতৃত্বে ইউএনওর সাথে মত বিনিময়

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নাজমুল হাসান  :  রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারাবো পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায়  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী  মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় আরো উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল হক, পৌর-নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া টিটু, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,তারাবো পৌরসভা বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,  আরিফ হোসেন, কুতুবউদ্দিন, তারাব পৌরসভা সেচ্ছাসেবকদলের আহবায়ক আলতাফ হোসেন,তারাব পৌরসভা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান মীর,তারাব পৌরসভা জাসসাস সভাপতি রনি মিয়া,সাধারণ সম্পাদক মাহফুজ,তারাব পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক রাজীব আহম্মেদ,পৌরসাভা শ্রমিক দল সভাপতি রাহুল মিয়া,সাধারণ সম্পাদক ফজল হক,তারাব পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলেরনেত্রী সেলিনা আনজুম, ফাতেমা বেগম, শাহনাজ বেগম,শিল্পী বেগম সহতারাবো পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বর্তমান ইউএনও মহোদয় কে দেখেই বুঝা গেছে আমাদের অনেক চাহিদা উনি পূরণ করতে পারবেন। উনাকে দেখে রূপগঞ্জবাসী অনেক আশার একটা জায়গা খুঁজে পেয়েছে। মানুষ কি চায় তা উনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন। এবং সেসব সমস্যার সমাধান করতে পারেন। এজন্য প্রথমেই উনাকে আমরা ধন্যবাদ জানাই। এখানে একটি দাবি ছিল গত ২২ তারিখে একটি উঠান বৈঠকে তা হলো, পানির সমস্যা গ্যাসের সমস্যা, এবং স্থানীয় ফ্যাক্টরিগুলোতে আমাদের লোকজনকে চাকরি দিচ্ছে না, ইউএনও মহোদয়ের মাধ্যমে কারখানা মালিকদের সাথে যোগাযোগ করে চেষ্টা করব যার যেই যোগ্যতা সেই অনুযায়ী চাকরি দিতে।আমি ইউএনও মহোদয় কে গ্যাসের সমস্যা, পানির সমস্যা সমাধান করার চেষ্টা করতে অনুরোধ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাইফুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে,এডিবি থেকে শুরু করে আমাদের যে দাতা সংস্থাগুলো আছে জোনাল এজেন্সি গুলো রয়েছে তাদের অনেক অর্থায়নে এখানে নিয়মিত কাজ চলমান আছে। সব মিলিয়ে বলা যায় সেই অর্থগুলো একসাথে পৌরসভার ডেভলপমেন্টের কাজে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ফাইনান্সিয়াল প্রক্রিয়া টেন্ডার গুলো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এত বড় একটি পৌরসভা এই পৌরসভার কাজগুলো আরো সুন্দরভাবে সঠিকভাবে করা যেত সেটি আসলে হয়নি। না হওয়ার দরুন জলাবদ্ধতার সমস্যা সহ নানা ধরনের সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে একটি ড্রোন শট আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। শীঘ্রই একটি মেগা প্রজেক্ট রূপগঞ্জবাসীর জন্য নেয়া হচ্ছে, জলাবদ্ধতা দূরীকরণে।এছাড়াও তারাবো পৌরসভায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *