স্বাস্থ্য সেবা প্রদানে সেরা সাভার স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য সেবা প্রদানসহ অন্যান্য বিষয়ে সারা দেশের মধ্যে যৌথভাবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ ২০২১ সালের আগস্ট মাসের ফলে সর্বোচ্চ ৭৪.১৩ রেটিং পয়েন্ট নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে যৌথভাবে প্রথম হবার গৌরব অর্জন করেছে।


বিজ্ঞাপন

ডা. সায়েমুল হুদা সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।


বিজ্ঞাপন

এর আগেও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ বার এই সফলতা অর্জন করেছে। মাসিক প্রতিবেদনে প্রথম হওয়া ছাড়াও সারা বছরের কর্মকাণ্ড নিয়ে দেশের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তালিকায় স্থান পেয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দেশের ৪৯২টি হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবা, রোগীর সংখ্যা, অপারেশন, নরমাল ডেলিভারি, প্যাথলজি পরীক্ষা ও সিজারিয়ান অপারেশনের ওপর অনলাইন জরিপে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, কনসাল্টেন্ট, নার্স, স্যাকমো, ফার্মাসিস্ট, অন্যান্য অফিস স্টাফ এবং পরিচ্ছন্নতাকর্মীসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ফসল এই অর্জন।

স্বাস্থ্যসেবা প্রদানে মানবৃদ্ধি ছাড়াও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ব্যতিক্রমী কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।

এর মধ্যে আছে মুক্তিযোদ্ধা রোগীদের জন্য নিজের চেয়ারের পাশে রক্তিম রঙ এর চেয়ার স্থাপন।

নিজ অফিসে নিজের চেয়ারের পাশে মুক্তিযোদ্ধা রোগীদের লাল চেয়ারে বসিয়ে স্বাস্থ্যসেবা দেন ডা. সায়েমুল হুদা নিজেই।

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।