নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার), বাংলাদেশ পুলিশ, চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন, ঢাকা এর উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন খড়িয়ায় অবস্থিত উত্তরণ স্কুল প্রাঙ্গণে বেঁদে, হিজড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ আব্দুল মোমেন পিপিএম উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2021/12/264537844_270724904949051_7804759413332444775_n.jpg)