নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১১ এর অভিযানে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া হতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৭ কেজি গাঁজা উদ্ধার, ১ মিনি ট্রাক জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
বিজ্ঞাপন
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
বিজ্ঞাপন
র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার ৭ জানুয়ারি, সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত অভিযানে ১৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আলম (৫৭), মোঃ শহীদুল (৩৫) এবং মোঃ রবিন (২০) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।