ক্ষুব্ধ এলাকাবাসী
বিশেষ প্রতিবেদক : রাজধানীতে থেমে নেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভর্তিও হচ্ছেন অসংখ্য রোগী, চিকিৎসা চলছে অবিরাম। এতো কিছুর মাঝে কেবল সাপ্তাহিক ছুটির অজুহাতে থেমে রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের এডিস নিধনের বিশেষ অভিযান। নগর কর্তৃপক্ষের এমন কা-জ্ঞানহীনতায় চরম ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল হলেও, সংখ্যা বলছে নিয়ন্ত্রণে আনতে এখনো ঢের বাকি। এখনো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাগুলো।
অন্যদিকে এডিস নিয়ন্ত্রণে যাদের কাজ থাকার কথা মাঠে নেই তারা। অনেকটা ঢাকঢোল পিটিয়ে বিশেষ চিরুনি অভিযান শুরু করলেও তিনদিনের মাথায় শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ছুটি মিলেছে অভিযানেরও।
একই অবস্থা দক্ষিণের। নির্মাণাধীণ বাড়িতে মোবাইল কোর্টের কার্যক্রম শুক্রবারে বন্ধ। এমন বিপর্যয়ে নগর কর্তৃপক্ষের এমন কা-ে ক্ষুব্ধ নগরবাসী।
আর এজন্য স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাটা চলে যাওয়াটা আমাদেরকে ভীষণ করে ভাবাচ্ছে। সরকার বা প্রধানমন্ত্রী সমাজের সমস্যা সমাধানের জন্য দায়ী নয়। বরং স্থানীয় সরকার ব্যবস্থায় প্রচ- রকমের বিচ্ছিন্ন, ঘটনাই এর ইঙ্গিত দিচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় এখনই দীর্ঘ মেয়াদী পরিকল্পার নেয়ার তাগিদ তাদের।