কুটনৈতিক বিশ্লেষক ঃ ৯১ বছর বয়সে চলে গেলেন সোভিয়েতের শেষ নেতা মিখাইল গর্ভাচেভ। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেয়া, শীলত যুদ্ধের অবসানসহ অনেক ক্ষেত্রে তিনি বিশ্বকে শান্ত করতে সাহায্য করেছিলেন।
আবার অনেকের কাছে তিনি দেশদ্রোহী। উনার মৃত্যুর আগে উনাকে দেখতে হল ইউক্রেনের ধ্বংস। ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনার পর তিনি রাশিয়ায় সংস্কার আনার চেষ্টা করেছিলেন। যাকে পেরেসত্রোকিয়া বলে।
পরমানু অস্ত্র সীমিত করা, আফগানিস্থান থেকে রুশ সৈন্য ফিরিয়ে নেয়া সহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। খুলে দিয়েছিলেন মুক্ত ইউরোপের দ্বার।
মার্ক্সিস্ট লেলিনিজস থেকে বের হয়ে তিনি গণতান্ত্রিক সোশ্যালিজমের দিকে রাশিয়াকে নিতে চেয়েছিলেন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে তিনি গ্লাসোনস্ত নীতি নেন। সোভিয়েত ভেঙ্গে ১৫ টি দেশের আলাদা হয়ে যাওয়া তার বিতর্কিত ভূমিকার মধ্যে অন্যতম।