নিজস্ব প্রতিনিধি ঃ সাধারণত যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মায়েদের জন্য নরমাল ডেলিভারি অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসবের ব্যবস্থা থাকে সেখানে সিজারিয়ান সেকশনেরও ব্যবস্থা রাখা হয়। কারণ চিকিৎসকগন, মা এবং শিশুর স্বাস্থ্য অবস্থা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে থাকলেও অনেক সময় শেষ পর্যন্ত মায়ের স্বাস্থ্য অবস্থার দরুন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব হয় না তখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব ব্যবস্থার পাশাপাশি তাই দীর্ঘ সময় পর সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে আধুনিক অপারেশন থিয়েটরের ব্যবস্থা করা হয়েছে।
তারই ধারাবাহিকতায়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিিত হওয়ার ৪০ বছর পর , ২২ শে আগস্ট ২০২২ সালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শরিয়তপুর প্রথম বারের মত সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যম অপারেশন থিয়েটার চালু হল।
১৯৮২ সালে ৩১ শয্যা নিয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরিয়তপুর।
৮টি ইউনিয়নের ১ লাখের অধিক জনগণকে স্থাপনের সময় থেকে সেবা দিয়ে আসছে যে স্বাস্থ্য কমপ্লেক্স ।২০২০ সালে কমপ্লেক্সটিকে ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সে উন্নীত করা হয়।
২০১৯ সালে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন এবং তার টিমের হাত ধরে অন্যবদ্য পরিবর্তন শুরু হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক , অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং শরিয়তপুর স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানসহ বিভিন্ন ওপির লাইন ডাইরেক্টরবৃন্দ।