ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যে “জাতীয় ভোটার দিবস ২০২৩” পালিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২মার্চ, দেশে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য “ভোটার হব নিয়ম মেনে,
ভোট দিব যোগ্যজনে”। “জাতীয় ভোটার দিবস-২০২৩” এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, রংপুর মোঃ সাবিরুল ইসলাম।

এ সময় উপস্হিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী,জি.এম. সাহাতাব উদ্দীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সকল স্তরের জনগণ।

দিবসটি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুর অঞ্চল, রংপুর এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে শুরু হয়ে টাউন হল গিয়ে শেষ হয়।

টাউন হলে “জাতীয় ভোটার দিবস ২০২৩” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিগন জাতীয় ভোটার দিবস উপলক্ষে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তী বছর থেকে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ দিবসটি নিয়মিতভাবে পালন করা হচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *