নড়াইলে শিশু সুরক্ষার লক্ষে শ্রমিকদের সাথে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি’র ওরিয়েন্টশন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য আন্তর্জাতিক জাতীয় জীবন-যাপন জীবনী সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত (২৪ আগষ্ট) বৃহস্পতিবার নড়াইলে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স,নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গারে’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ না ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষার লক্ষ্যে পরিবহন শ্রমিক,হোটেল শ্রমিকসহ এক দিনের শিশু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাসেম মোল্যা,বাস শ্রমিক ইউনিয়ন,বাস মালিক সমিতি,মাইক্রোবাস সমিতি,ইজিবাইক সমিতি,হোটেল সমিতিসহ শিশু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশনে লেশন পরিচালনা করেন,নড়াইল সদর উপজেলার সমাজসেবা অফিসার উত্তম সরকার,এসিডি প্রকল্প সমন্বয়কারী এস এম আহসানউল্লাহ সরকার এনড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সরদার আলমগীর হোসেন,নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো,
ছাড়াও উপস্থিত ছিলেন, এ্যাকাউন্টস এন্ড এডমিন অফিসার মোঃ মাসুদ ইয়ামিন,ওয়ার্কার কৌশিক প্রমুখ। ওরিয়েন্টেশনের মাধ্যমে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য’রা এবং হোটেল শ্রমিক ইউনিয়নের সদস্য’রা শিশু সুরক্ষায় সংবেদনশীল হবে। শিশুদের অবমাননাকর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য তাদের সক্ষমতা তৈরি করবে। শিশু কারা,কাদের শিশু বলা হয়,শিশু অধিকার কি,শিশু সুরক্ষা কি,শিশু নির্যাতন প্রতিরোধ আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারনা দেওয়াসহ তাদের প্রাত্যহিক জীবনে নারী ও শিশুদের পরিবহন ক্ষেত্রকে ব্যবহার করে সকল কার্যক্রম সম্পাদনের সময় তাদের নানা ধরনের যৌন শোষন,শারিরীক ও মানসিক সহিংসতার শিকার হতে হয় তা প্রতিরোধে পরিবহন শ্রমিক ও হোটেল শ্রমিকদের নিয়ে সন্মিলিত ভাবে দায়বদ্ধ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। তারা সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতায় ভিকটিনদের উদ্ধার করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। এসিডি প্রকল্প সমসয়কারী এস এম আহসানউল্লাহ সরকার বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশু যৌন শোষন,শারিরীক ও মানসিক সহিংসতার বিবরণ তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অংশগ্রহনকারীদের অবগত করেন।
এসময়,সমাজসেবা অফিসার উত্তম সরকার সকলের উদ্দেশে গ্রুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *