উঠান বৈঠকে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
নিজস্ব প্রতিনিধি : গতকাল শনিবার ২ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ-৪ আসনের কৃতি সন্তান আফজলুর রহমান বাবু।
গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল সরকারের সভাপতিত্বে এবং চর ঈশ্বরদিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আসাদুজ্জামান আসাদের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন পরিষদ মেম্বার ও আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, মানবাধিকার সংগঠন ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ সদর উপজেলার আহ্বায়ক তারেক মাহমুদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাত ১১ টায়, স্থানীয় কালাকুড়ের পাড় অন্য একটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার আবুল বাশার এবং উঠান বৈঠকের আয়োজন করেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান রাসেল।
চর ঈশ্বরদীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আল আমিনের পিতা আব্দুল মান্নান,ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান,ময়মনসিংহ জেলা জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আরিফুল ইসলাম সামাদ, চর ঈশ্বরদীয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম উদ্দিন কালা, চর ঈশ্বরদীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মোকাদুল,৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুরুজ উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল,আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মন্ডল, ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া,আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, মোঃ আব্দুল কাদির, আব্দুল জলিল, রহমান মুন্সী, ব্যবসায়ী কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বৃন্দ,সদস্য ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চর ইশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মরহুম শামসুল হক এর বাড়িতে রাত সাড়ে ১২ টূয় অন্য আরেকটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন এবং অনুষ্ঠানটির আয়োজন করেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহানুর ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, হারুনুর রশিদ,সাবেক সভাপতি,কৃষক লীগ চর ইশ্বরদিয়া ইউনিয়ন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রিপন মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুর সামাদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম, আব্দুল করিম সরকার,৬ নং চরশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রমজান আলী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রিপন সরকার
এসব উঠান বৈঠকে প্রধান অতিথি আফজালুর রহমান বাবুর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমদ রাজীব,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন রনি, ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহিনুর আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,দপ্তর সম্পাদক সিদ্দিক মিয়া,চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল ইসলাম,সাধারণ সম্পাদক আল মামুন,পরাণগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাস উদ্দিন,দাপুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন আহমেদ,বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আতিউর রহমান রতন সহ জেলা,মহানগর ও সদর উপজেলা নেতৃবৃন্দ।
এসব উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ময়মনসিংহ -৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী আফজালুর রহমান বাবু বলেন একটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়।বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করে সকলে সিদ্ধান্ত নিয়েছে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য।
শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি আরো বলেন একমাত্র শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সরকারি ভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন,ব্যবস্থা করেছেন আলেমদের সর্বোচ্চ শিক্ষা সনদের,এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পদ্মা সেতু থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার মক্তব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সর্বোপরি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে প্রতি আহবান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া যান।