নিজস্ব প্রতিনিধি : গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়ার জন্য ৭ দিন সময় প্রদান করা হয়েছে এমন প্রতিষ্ঠানগুলো : আর এম সলিড ব্রিকস হলো ব্রিকস্ এন্ড পার্কিং টাইলস ফ্যাক্টরি,তালুক পারুল, দেউতি বাজার, পীরগাছা, রংপুর- বøক, মেসার্স হিমেল ব্রিকস,মন্মথ, বামনডাঙ্গা, সুঞ্জরগঞ্জ, গাইবান্ধা-পণ্য: ক্লে ব্রিকস, রাসেল ফুড প্রোডাক্টস,ছাইতনতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- বেকারি, সাদমান ফুড প্রোডাক্টস,ছাইতনতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- বেকারি, ঝঘই ব্রিকস,বৈদ্যনাথ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- ক্লে ব্রিকস, সেফ বেকারি ফুড,পূর্ব বাইপাস মোড়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা-পাউরুটি,কেক, মেসার্স শাহীন বেকারী,সুন্দরগঞ্জ পৌরসভা, গাইবান্ধা-বেকারি, মেসার্স থ্রি এস ব্রিকস,শোভাগঞ্জ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- পণ্য: ক্লে ব্রিকস, এ আর বি ব্রিকস্, কে কৈ কাশদহ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- পণ্য: ক্লে ব্রিকস, গ এ গ ব্রিকস, উজির ধরনীবাড়ী, হাট লক্ষীপুর, সদর, গাইবান্ধা-ক্লে ব্রিকস, ডি এস এ ব্রিকস,উজির ধরনীবাড়ী, হাট লক্ষীপুর, সদর, গাইবান্ধা-ক্লে ব্রিকস, ঐইঈ ব্রিকস,খোলাহাটি, , কুমারপাড়া, সদর, গাইবান্ধা – ক্লে ব্রিকস, আর এস এল এন্টারপ্রাইজ,খোলাহাটি, সাহারভিটা, সদর, গাইবান্ধা-ক্লে ব্রিকস, আর এন এম ব্রিকস,খোলাহাটি, কুমারপাড়া, সদর, গাইবান্ধা-ক্লে ব্রিকস, হক কসমেটিকস,পুরাতন ব্রিজ রোড, সদর, গাইবান্ধা- টুথপাউডার, হেমেন্দ্র অয়েল মিল,বিসিক শিল্প নগরী, সদর, গাইবান্ধা-সরিষার তৈল, মেসার্স আবুল অটোমেটিক ফ্লাওয়ার মিলস,তরফকাল, রহমতপুর, সদর, গাইবান্ধা-সুজি, কে জি বি ১ ব্রিকস, জগৎরায়, গোপালপুর, কলেজ রোড, সদর, গাইবান্ধা-ক্লে ব্রিকস, সাধন মসলা ফ্যাক্টরী, জলের মোড়, বালুয়া বাজার, সদর গাইবান্ধা-হলুদের গুড়া, শামিম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি,বালুয়া রোড, তুলসীঘাট, সদর,গাইবান্ধা-বেকারি এবং আজিজার বেকারী,তুলসীঘাট, সদর, গাইবান্ধা-বেকারি।
নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন আছে:
হক বেকারি,পুরাতন ব্রিজ রোড, সদর, গাইবান্ধা- গাইবান্ধা জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদকের বেকারী এবং মিল্টন বেকারি,পার্ক রোড, সদর, গাইবান্ধা- গাইবান্ধা জেলা বেকারি মালিক সমিতির সভাপতির বেকারী।
সিএম লাইসেন্স গ্রহণ প্রক্রিয়াধীন আছে :
বান্না ব্রিকস ম্যানুফ্যাকচারিং,রামদেব, সুন্দরগঞ্জ, গাইবান্ধা-ক্লে ব্রিকস, হোপ এগ্রো লিমিটেড ব্রিকস ইউনিট,সাইতনতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা- ক্লে ব্রিকস, নজরুল ব্রিকস,সূবর্ণদহ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা-ক্লে ব্রিকস এবং রোস্তম ফ্লাওয়ার মিল,নিউব্রিজ রোড, সদর, গাইবান্ধা।
লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে গুণগত মান বজায় রেখে উৎপাদনের পরামর্শ প্রদান :
এস আর ব্রিকস,কে কৈ কাশদহ, আলম ডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, রফিক ব্রিকস ইন্সট্রাকশন,পশ্চিম রাজিবপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা এবং আকি মুড়ি মিলস,তরফকাল, রহমতপুর, সদর, গাইবান্ধা।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।