ডেস্ক রিপোর্ট : অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে তিনি ব্যাংক ডাকাতি করেন। পরে সেই টাকা বাতাসে উড়িয়ে পথচারীদের ‘মেরি ক্রিসমাস’ জানান অলিভার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোয়।
পুলিশ জানিয়েছে, বড়দিনের দু’দিন আগে সোমবার কলোরাডো স্প্রিংসের একাডেমি ব্যাংকে ডাকাতি করেন ডেভিড ওয়েইন অলিভার নামের সাদা দাড়ি-চুলের এক শ্বেতাঙ্গ। এরপর ব্যাংক থেকে বেরিয়েই ব্যাগ থেকে সেই টাকা বের করে তা ছড়িয়ে দিতে দিতে তিনি বলেন, ‘মেরি ক্রিসমাস’।
অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ব্যাংক থেকে বেশ কিছু ডলার নিয়ে যান ৬৫ বছর বয়সী অলিভার। তবে কোনো অস্ত্র তিনি ব্যবহার করেননি। কত ডলার নিয়ে গেছেন তাও পুলিশ জানাতে পারেনি।
তবে পুলিশের বরাত দিয়ে কলোরাডোর ‘ডেনভার পোস্ট’ পত্রিকা বলেছে, হাজার হাজার ডলারের হিসাব পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ডায়ন প্যাসকেল বলেন, তিনি (অলিভার) ব্যাংক থেকে বের হলেন। এরপর ব্যাগের ভেতর থেকে টাকা বের করে সারা জায়গায় ছড়িয়ে দিয়ে বলতে থাকলেন,‘মেরি ক্রিসমাস’। পথচারীরা সে টাকা কুড়িয়ে আবার ব্যাংকারের কাছে ফেরত দিয়েছে।
টাকা ছড়ানোর পর অলিভার কাছের একটি স্টারবাকস কফিশপে গিয়ে সামনেই বসে থাকেন। পরে সেখান থেকে তাকে কোনো ঝামেলা ছাড়াই পুলিশ গ্রেপ্তার করে।