রংপুরে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized জাতীয় বিনোদন বিশেষ প্রতিবেদন রংপুর

নিজস্ব প্রতিনিধি :  আজ শুক্রবার  ৮ সেপ্টেম্বর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এর আয়োজনে ৩ দিনব্যাপী “বিভাগীয় ভাওয়াইয়া উৎসব-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের সূচনা হয় ’৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে।র‌্যালিটি জেলা স্কুল রংপুর এর গেটের সামন হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে টাউন হলে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক, রংপুর, মোহাম্মদ মোবাশ্বের হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রংপুর রেঞ্জ, রংপুর, মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), আরপিএমপি, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর; ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর শাখা, রংপুর।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,  অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *