বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ১.৬৩৩ কেজি ওজনের ১৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১.৬৩৩ কেজি ওজনের ১৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  শনিবার  ৯ সেপ্টেম্বর,  দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ করারোয়া উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।


বিজ্ঞাপন

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দিন এর নেতৃত্বে তলুইগাছা বিওপি‘র হাবিলদার মোঃ মেজবাহসহ একটি বিজিবি’র চৌকস আভিযানিকদল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক সাড়ে  ১২ টায় বিজিবি আভিযানিকদল উক্ত এলাকা দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ীযোগে যাওয়ার সময় কেরাগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮)-কে ভ্যানগাড়ীসহ আটক করে।

পরবর্তীতে বিজিবি আভিযানিকদল আটককৃত ভ্যানগাড়ী তল্লাশী করে ভ্যানগাড়ীর ব্যাটারি বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৪টি স্বর্ণেরবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি গ্রাম যার বর্তমান বাজারমূল্য-১,৪১,৭৪,০৯৩/- (এক কোটি একচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার তিরানব্বই) টাকা।

আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে সোপর্দ করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *