মামুন মোল্লা (খুলনা) : গতকাল মঙ্গলবার ১২ সেপ্টেম্বর, খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে খুলনা মধু ঘর, উত্তর কাশিপুর, খালিশপুর, খুলনা প্রতিষ্ঠানের মধু পণ্যের অনুকূলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত বিক্রি ও বিতরণ করতে পাওয়া যায়। এই অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন অনুসারে ২৫,০০০ টাকা জরিমানা এবং মালিক কে ১০ দিনের জেল প্রদান করেন। এছাড়াও প্রতিষ্ঠানের সংরক্ষণে থাকা আনুমানিক ৬০০ লিটার মধু জব্দ করা হয়।

নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, খুলনা উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

উক্ত অভিযানে শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনা এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।