নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা নীলফামারী ও পঞ্চগড় জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং দিনাজপুর জেলার ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বুধবার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়ার জন্য ৭ দিন সময় প্রদান করা হয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হলো : রাবেয়া ব্রিকস, শখের বাজার, নীলফামারী,সেলিম ব্রিকস (সেলিম), শালহাটি, সদর, নীলফামারী, দিনা ব্রিকস, ফকিরগঞ্জ, সদর, নীলফামারী, এলটি স্টার ব্রিকস (LT*), কুন্দপুকুর, সদর, নীলফামারী, এস কে বি (SKB) ব্রিকস, হাড়োয়া, কুন্দপুকুর, সদর, নীলফামারী, এফ বি এম ব্রিকস -২ (FBM), বড় করিমপুর, বীরগঞ্জ, দিনাজপুর, রেখা অয়েল মিল, কালিগঞ্জ বাজার, দেবিগঞ্জ, পঞ্চগড়, ডি ডি ব্রিকস (DDB), লোহাগাড়া, কালীগঞ্জ বাজার, দেবীগঞ্জ, পঞ্চগড়, এ এম বি ব্রিকস (AMB), বিনয়পুর, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এম এস বি (MSB), মৌমারি, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এ ডি এ, ঝাড়পাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, জেড এম ই ব্রিকস (ZME), বিনয়পুর, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এম আর ব্রিকস ম্যানুফ্যাকচারার (MRB), সাদ্দামের মোড়, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, শাহীন ব্রিকস (SHAHIN)-২, মাটিয়ারপাড়া, খোচাবাড়ী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এম বি ই ব্রিকস (MBE), মাটিয়ারপাড়া, খোচাবাড়ী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, শাহীন ব্রিকস (SHAHIN), ধনমন্ডল, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এম বি এ ব্রিকস (MBA), লোহাগাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, এস বি ব্রিকস (SBB), লোহাগাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, জেসিডি ব্রিকস (JCD), যুদ্ধপাড়া, ব্যাংহারী, দেবীগঞ্জ, পঞ্চগড়, কে এস বি ব্রিকস (KSB), শিমুলতলী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, করোতোয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মহালদার পাড়া, পামুলী, দেবীগঞ্জ, পঞ্চগড়।
নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন : মেসার্স রিয়াজ নদী এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর, প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারীর বিরুদ্ধে পণ্য: সয়াবিন তৈল, উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে উল্লেখিত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।