নড়াইলে ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগী নিয়ে হত্যা,হত্যকারী জাকির পুলিশের হাতে আটক

অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে লিটন হোসেন (৪১) নামের এক ব্যক্তি গত ২৯-০৮-২০২৩ তারিখ হতে ০১/০৯/২০২৩ তারিখ ১৮.০৫ ঘটিকার মধ্যে যেকোন সময় হত্যাকাণ্ডের শিকার হয়। নিহত লিটন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মুজিবর রহমান ঢালীর ছেলে। ঘটনার দিন আসামি জাকির হোসেন মোল্যা ও ভিকটিম লিটন হোসেনের মধ্যে ভাঙ্গারি বিক্রির ৭শত বা১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জেরে লোহাগড়া পৌরসভার খেয়াঘাট এলাকার জনৈক মোঃ মোস্তফা শেখ,পিতা-মৃত ইসাহাক শেখ এর তিনতলা ভবনের নিচে নবগঙ্গা নদীর দক্ষিণপাড়ে তারা অবস্থানকালে দুজনের মাঝে বাক বিতণ্ডের সৃষ্টি হয়। বাক বিতন্ডের একপর্যায়ে আসামী মোঃ জাকির হোসেন মোল্যা (২৫),পিতা: মো: আলাউদ্দিন মোল্যা, গ্রাম: রামপুর,থানা: লোহাগড়া,
জেলা: নড়াইল ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করতে আসামীর কাছে থাকা চাকু দিয়ে ভিকটিমের পেটে গুরুতর জখম করলে উক্ত স্থানেই লিটন হোসেন মৃত্যুবরণ করে। ভিকটিম কে ঘটনাস্থলে রেখে আসামী চলে যায় এবং ২/৯/২০২৩ তারিখ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মেম্বার এর মাধ্যমে পুলিশ ভিকটিমের পরিবারকে খবর দিলে তার পিতা-মাতা এসে সন্তানের পরিচয় সনাক্ত করে এবং লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে একটি হত্যা মামলার রুজু হয়। নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় লোহাগাড়া থানা পুলিশ মামলার রহস্য উদ্ঘাটনে তৎপর হয়। ১৪/০৯/২৩ তারিখ রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উক্ত হত্যা মামলার মূল আসামী মোঃ জাকির হোসেন মোল্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
১৫/০৯/২০২৩ শুক্রবার আসামি মোঃ জাকির হোসেন মোল্যাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
আসামি জাকিরের নামে লোহাগড়া থানায় পূর্বে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ নাসির উদ্দীন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *