মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা এলাকায় নিখোঁজের ৭ মাস পার হলেও স্কুলছাত্রী মুসলিমা খানম (১৫) ও তিজা খানম (১৬) এদের সন্ধান মেলেনি। গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ওই দুই বান্ধবী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর ৭ মাস অতিবাহিত হলেও এখনো তাদের খোঁজ পায়নি পুলিশ। জানা গেছে,গত ১৬ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল মুসলিমা ও তিজা। পরে তারা আর বাড়ি না ফিরলে স্বজন’রা খোঁজাখুঁজি করতে থাকেন। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাদের না পেয়ে ঘটনার দুই দিন পর নড়াগাতী থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন,পরিবার। জিডিতে দুই শিক্ষার্থী’র পরিবার উল্লেখ করেন,মুসলিমা ও তিজা স্থানীয় বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মুসলিমার সঙ্গে তিজার খুবই ঘনিষ্ঠতা সম্পর্ক। স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে দুই বান্ধবী বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সন্দেহ,স্থানীয় কোনো পাচারকারী চক্র তাদের পার্শ্ববর্তী দেশে পাচার করে দিয়েছে। ঘটনার ৭ মাস পার হলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। তারা দুই বান্ধবী জীবিত না মৃত,তাও জানে না পরিবার। তাদের অপেক্ষায় পথ চেয়ে আছেন বাবা মা-সহ স্বজন’রা। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,নিখোঁজ দুই ছাত্রী উদ্ধারের সব রকম চেষ্টা করে যাচ্ছি থানা-পুলিশসহ গোয়েন্দা বিভাগ।