কুটনৈতিক বিশ্লেষক : বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে সফররত কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসর গতকাল রবিবার ১৭ সেপ্টেম্বর, বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সফরকালে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বেক্সিমকো ফেব্রিকস এবং বিএএফ ইউনিফর্ম ও ম্যাডেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী পরিদর্শন করবেন। উল্লেখ্য যে, তিনি একজন সফরসঙ্গীসহ গত ১৬ সেপ্টেম্বর, সরকারী সফরে বাংলাদেশে আসেন।
কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) এর এই সফর দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। (তথ্য সূত্র ও ছবি : বিএমএ)