নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল। সেতু উদ্বোধনের পরদিন থেকে এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।পদ্মা সেতুর অতিরিক্ত মহা পরিচালক জানান, যান চলাচলের দিন থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজায় ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি সেতু অতিক্রম করে। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু হওয়াতে ইকোনমিক বেনিফিট হিসেবে দেখলে সেতু ইউজ করাতে যে পরিমান খরচ বেঁচে গেছে সবার, লাভ বাড়ছে, নতুন বিজনেস গ্রো করছে, বিনিয়োগ হওয়া শুরু হইছে যার ফলে স্হানীয় কমর্সংস্হান তৈরি, মানি ফ্লো বাড়া,এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে ট্রেন যাত্রার বিস্তার এসব কিছুর ইকোনমিক বেনিফিট হিসাব করলে আরও হাজার হাজার কোটি টাকার সুফল এই সেতুর মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখছে। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)