নিজস্ব প্রতিবেদক : আগামী বছর থেকে চট্টগ্রামের কারখানায় রয়্যাল এনফিল্ড ৩৫০সিসি মোটর সাইকেল তৈরি হবে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে , স্থানীয়ভাবে নির্মিত ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চলতে পারবে দেশের সড়কে। বাংলাদেশের বাজারের শীর্ষস্থানীয় বাজাজ মোটর সাইকেলের নির্মাতা উত্তরা মোটরস বিআরটিএ থেকে নতুন মডেলের অনুমোদন পাওয়ার ৪৫ দিনের মধ্যে ২৫০ সিসি পালসার এন-এর প্রথম ব্যাচ তৈরি করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সেরেছে।
ইফাদ মোটরস আগামী বছর থেকে এর চট্টগ্রামের কারখানায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি শুরু করবে। দেশের মোটরসাইকেল উৎপাদনের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস সরকারের অনুমোদন নিয়ে বেশ কয়েক বছর ধরেই ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল রপ্তানি করছে। (তথ্য সুত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)